চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুন, রাজস্থলীতে পুড়ল ৪ ঘর

রাজস্থলী সংবাদদাতা

১১ জুলাই, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

 

সোমবার (১০ জুলাই) ভোরে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থলিপাড়া খিয়াং অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।

 

স্থানীয়রা জানান, ভোরে উক্যজাই খিয়াং জুম চাষের জন্য দূর পাহাড়ে যান। তার ছেলেরা মশা-মাছি তাড়ানের জন্য আগুনের ধোঁয়া দিলে হঠাৎ আগুন লেগে যায় চারিদিকে। বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই পাশ্ববর্তী উক্যজাই খিয়াং, চিংসামং খিয়াং, পাইপো খিয়াং, কুংসা খিয়াংয়ের ঘরসহ চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এলাকা দুর্গম হওয়াতে ফায়ার সার্ভিসের কোন টিম ঘটনাস্থলে যেতে পারেনি। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ফায়ার সার্ভিস কর্মী উৎপল বড়ুয়া জানান, এমনিতে এলাকাটি দুর্গম। সেখানে গাড়ি নিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব। তবে আগুন লাগার বিষয়টি কেউ জানাইনি।

 

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, আগুনে চারটি ঘর পুরে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্যের জন্য আবেদন করেছেন। তাদের আবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠিয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন