চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মাদক পাচার মামলায় শালা-দুলাভাইয়ের যাবজ্জীবন

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১০ জুলাই, ২০২৩ | ৭:৪৯ অপরাহ্ণ

১ লাখ ১১ হাজার ৯০০ ইয়াবা পাচারের মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া অনাদায়ে আরো ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা সম্পর্কে শালা-দুলাভাই।

 

সোমবার (১০ জুলাই) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

 

দণ্ডিতরা হল, কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার রমিজ উদ্দিন ও চকরিয়া উপজেলার বদরখালীর ওয়াইজ উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ও এপিপি অ্যাডভোকেট দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট