চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি ড্রেজার জব্দ

রাউজান সংবাদদাতা

৮ জুলাই, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নের সর্তাখালের হচ্ছারঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়টি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ শনিবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

তিনি বলেন, সর্তাখালে বালু উত্তোলনের কারণে হচ্ছারঘাট অংশে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী আমাদের অভিযোগ করে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেছে। এজন্য তাদের আটক করা যায়নি। তবে তাদের বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

 

অভিযানকালে হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রুনু ভট্টাচার্য্য, জিয়াউল হক চৌধুরী সুমন উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট