
কক্সবাজারের চকরিয়া উপকূলীয় দুর্গম চিলখালী চিংড়ি জোন এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বিপুল বুলেট-কার্তুজ ও সেনাবাহিনীর নকল ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় অস্ত্র ব্যবসায় নিয়োজিত চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাত ১২টা থেকে শনিবার ভোররাত ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের চকরিয়ার নলবনিয়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন(৪৩), দরগাপাড়া এলাকার মৃত ডাক্তার আব্দুল মোতালিবের ছেলে মো. আব্দুল হাসিম (৩৫), মেধাকচ্ছপিয়া এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে জুলফিকার আলি ভুট্টো (৪৮), পূর্ব হাজি পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সেলিম (২৮), গর্জনতলী এলাকার মোহাম্মদ হোসনের ছেলে সাহাব উদ্দিন (৩২), ঈদগাঁও উপজেলার শিয়াপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাহাবুব তৈয়ব (৬৪), বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগরের মৃত নজরুল মিয়ার ছেলে নূর ইসলাম (৫০)।
তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি এলজি, ১টি এয়ার রাইফেল, ২ রাউন্ড মেশিনগানের বুলেট, ১০ রাউন্ড রাইফেলের বুলেট, এগারো রাউন্ড ১২ বোর কার্তুজ, ৮৯ রাউন্ড এয়ার রাইফেল বল, ১টি রাম দা, ১ সেট সেনাবাহিনীর নকল ইউনিফর্ম, একটি বাইনোকুলার, ৮টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, চকরিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ছিলখালির সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থান করে একটি চক্র টাকার বিনিময়ে বিভিন্ন ডাকাত দলের কাছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়মিত ভাড়া দিয়ে থাকে এবং বিক্রি করে। স্থলপথ না থাকায় অপরিচিত কোনো মানুষ ওই এলাকায় ঢুকলেই ডাকাতদলের কাছে তথ্য চলে যায়। ফলে তারা গা ঢাকা দেয়। শুক্রবার মধ্যরাতে লবণের বড় নৌকার পাটাতনে লুকিয়ে ডাকাতদের সেই আস্তানায় অতর্কিত অভিযান চালায় র্যাব। র্যাব-১৫ এর কৌশলী অবস্থানের কারণে গুলি ছোড়ার কোন সুযোগ পায়নি অপরাধীরা। হঠাৎ র্যাবের উপস্থিতি দেখে হতবিহ্বল হয়ে পড়ে তারা। এতে সহজেই ৭ অপরাধীকে গ্রেপ্তারসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার বলেন, শনিবার (৮ জুলাই) দুপুরে র্যাবের পক্ষ থেকে অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করার বিষয়ে একটি এজাহার দিলে তা মামলা হিসেবে দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ