চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাউজানে পিকআপ-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের, আহত ৩

রাউজান সংবাদদাতা

৬ জুলাই, ২০২৩ | ৭:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিক্সা চালকসহ আরও তিনজন। বৃহস্পতিবার (৬ জুন) বেলা আড়াইটার দিকে পাহাড়তলী ইউনিয়নের কাতালপুরী শাহ (র.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কদলপুর নক্সবন্দী (র.) মাজারের খাদেম কাজী মৌলানা মমতাজুল হক (৬৬) ও তার ছোট ভাই সদ্য দুবাই ফেরত কাজী মো. আক্কাস (৬৩)। তারা রাউজান কদলপুর ইউপির নক্সবন্দী মাজারে উত্তর পাশের কাজী বাড়ির মৃত কাজী নাদের হোসেনের ছেলে।

আহতরা হলেন- সাইর ফকির বাড়ির ফোরকান, মো. হোসেনের ছেলে মৌলানা জয়নাল আবেদীন ও আরেকজন সিএনজি চালক।

চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন- ‘যাত্রীবাহী অটোরিক্সার সঙ্গে রাঙ্গুনিয়ার দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজির যাত্রী ছোট ভাই কাজী মো. আক্কাস। বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মমতাজুল হক। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিহতদের প্রতিবেশী পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ও কদলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু বলেন, ‘দুই ভাই বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল পাহাড়তলীর তাপবিদ্যুৎ সংলগ্ন চৌধুরী ক্লাবে।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন