চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে মানবতাবিরোধী অপরাধে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ জুলাই, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

সোমবার (৩ জুলাই) কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আব্দুস শুক্কুর কক্সবাজারের মহেশখালী থানার গুলগুলিয়াপাড়ার মৃত আলী রেজার ছেলে।

 

র‌্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় আব্দুস শুক্কুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিকে ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গত ৩ জুলাই কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব আরও জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় বাংলাদেশের নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যা ও নির্যাতন করেন আসামি।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গত ৩ জুলাই কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস শুক্কুর নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন এবং কক্সবাজার জেলার সদর থানা এলাকায় বসবাস শুরু করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আব্দুস শুক্কুর। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট