চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালী পৌরসভা যুবলীগের সম্মেলনে বক্তারা

দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে

২ জুলাই, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনেরর মাধ্যমে বোয়ালখালী পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই ) বিকালে পৌর এলাকার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা যুবলীগের সভাপতি কে বি এম আসাদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি এডভোকেট শাহাদাত কবির বাহাদুর, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সহসভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ শহিদুল আলম, প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, নুরুল গণি শাহ, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, পৌরসভা যুবলীগের সহ সভাপতি, বাপ্পি, দেলোয়ার, জাবেদ, আবু বক্কর, বায়জিদ রাজু, সাইফুল ইসলাম, সাদ্দাম, ইমরান, আমির, সেকান্দর, জসিম, রোকন, সাইফুদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামি নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন হবে। দেশের উন্নয়নের জন্য আগামিতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট