আনোয়ারার হাইলধরে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের পশ্চিম পাড়া আহসান উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মোহাম্মদ সামির। সে ওই এলাকার মোহাম্মদ ফরিদের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সামির। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/সুমন/রাজীব/পারভেজ