চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৩ জুলাই, ২০২৩ | ৩:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মো. সিয়াম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

সিয়াম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আব্দুল মাবুদের ছেলে। সে স্থানীয় এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী।

 

সিয়ামের চাচা আবদুর রহমান বলেন, ‘সিয়াম দুপুরে তার বাবার সাথে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় পানিতে ডুব দিলে তলিয়ে যায় সিয়াম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী জানান, নদীতে ডুবে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট