চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডোবায় চা শ্রমিকের লাশ রাঙ্গুনিয়ায়

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১ জুলাই, ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবা থেকে মুজিব সাঁওতাল নামে এক চা বাগান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

উদ্ধার মুজিব সাঁওতাল মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাম সাঁওতালের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে চা বাগান এলাকার নিজ বাসা থেকে মুজিব বের হলে আর ফেরেননি। পরে আজ শনিবার বিকেলের দিকে ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

 

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ডোবায় নামতে গিয়ে হয়তো পানিতে পড়লে তিনি আর উঠতে পারেনি।

 

পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট