চট্টগ্রামের পটিয়ায় পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে রুমা দে (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রুমা দে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের শরৎ দে’র স্ত্রী।
সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকাল ৭টায় পুকুরে স্নান করতে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারাও খুঁজে না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়া হয়। শহর থেকে ডুবুরি দল গিয়ে সকাল সোয়া ৯টায় যৌথভাবে পুকুরে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করেন।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে পুকুরে নেমে তিনি ডুবে যান। ডুবুরি দল সকাল সোয়া ৯টার দিকে মরদেহ উদ্ধার করেছে।
পূর্বকোণ/পিআর/এসি