চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ২২ শ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজার জেলার সদর থানার ৩ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. জাহিদ হোসেন (২৪), একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে শাহারিয়াজ (২০) ও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. রাসেল (২৩)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মাদক পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ছদাহা হাঙ্গর রাজঘাটা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ১২ শ ইয়াবাসহ দুজন এবং জনার কেঁওচিয়া খুনি বটতল এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ