চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, রাজস্থলীতে আহত ৪

রাজস্থলী সংবাদদাতা

২১ জুন, ২০২৩ | ৪:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- রাঙ্গুনিয়া থানার মরিয়ম নগর এলাকার মৃত আবু সাইদের ছেলে নুর আলম (৫৩), একই থানার কোদালা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে আবদুল মেম্বার (৪৫), আবদুল হকের ছেলে জসিম উদ্দিন (৫০) ও মৃত আবদুল খালেকের ছেলে জমির উদ্দিন (৪৪)।

 

বুধবার (২১ জুন) দুপুর ১টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এমদাদ মেম্বারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রঘোনা থেকে ছেড়ে আসা অটোরিক্সাটি এমদাদ মেম্বারের বাড়ির পাশের পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সাতে থাকা ৪ জন আহত হন। এতে অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেছে।

 

রাজস্থলী সদর হাসপাতাল আরএমও ডা. সোহেল চৌধুরী জানান, দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। অটোরিক্সা উদ্ধার করে থানা নিয়ে আসা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট