বান্দরবান জেলার লামা উপজেলায় ইজিবাইক (টমটম) উল্টে আনাজল হক প্রকাশ মেহেরাজ (৫৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ভিউপয়েন্ট কিছুক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেরাজ লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মেরাতল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মেহেরাজ টমটম গাড়িযোগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকা থেকে লামা পৌরসভা এলাকায় যাচ্ছিলেন। এ সময় গাড়িটি সড়কের ভিউপয়েন্ট কিছুক্ষণ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা মেহেরাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মেহেরাজকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক মেহেরাজকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে লোহাগাড়া পর্যন্ত গেলে রাত ৮টায় মেহেরাজ মারা যান।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেযা হবে।
পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ