চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব আজ মঙ্গলবার

বিজ্ঞপ্তি

২০ জুন, ২০২৩ | ১২:২২ পূর্বাহ্ণ

মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব মঙ্গলবার (২০ জুন) নিজ আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রার শুভদিনে মহাত্না স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব দিবসটি পালিত হবে।

এতে ভোরবেলা পবিত্র চন্ডীপাঠ , সকালে গীতাপাঠ, পুষ্পযজ্ঞ ও দুপুরে মহাপ্রসাদ বিতরন করা হবে। পটিয়ার কেলিশহরের স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে এ উৎসবের আয়োজন করা হবে।

সেখানে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু, সন্ন্যাসী, স্বামীজীর ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন। শুভ আবির্ভাব উৎসবের পুরো অনুষ্ঠানের পৌরহিত্য করবেন আশ্রম অধিপতি শ্রী অজিত বিশ্বাস (পুরী) মহারাজ।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের যোগসিদ্ধাশ্রম প্রাঙ্গণে মাঙ্গলিক কর্মসূচি ও স্মৃতিচারণ সভার মাধ্যমে স্মরণ করা হবে অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর নিত্যানন্দ পুরী মহারাজকে।

উল্লেখ্য, গত ২০২১ সালের (১৪ ফেব্রুয়ারি) রোববার বিশ্ব ভালোবাসা দিবসের দিন ভোর পৌনে সাতটায় নিজ আশ্রমে পরলোকগমন করেন তিনি। 

 

পূর্বকোণ/ইমরান/আরআর/পারভেজ

শেয়ার করুন