চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে ড্রেনের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

উখিয়া সংবাদদাতা

১৭ জুন, ২০২৩ | ১১:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতবিল ক্যাম্পে খেলতে গিয়ে ড্রেনের পানিতে পড়ে ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতবিল নামক স্থানে ক্যাম্প ১৪ এর এ/৪ ব্লকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় বাসার সামনে খেলাধুলা করতে গিয়ে ড্রেনে পড়ে শিশুটি পানির স্রোতে ভেসে যায় বলে জানায়। মাঝিদের সহযোগিতায় মৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত শিশু উখিয়ার হাকিম পাড়া ক্যাম্প-১৪ এ/৪ ব্লকের এফসিএন নং-২২৭৮৭১ এর কবির আহমেদের ছেলে মো. উমর (৬)।

 

নিহতের পরিবার জানায়, বিষয়টি হেডমাঝি কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ এবং সিআইসিকে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট