চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সার ও বীজ পেল টেকনাফের কৃষকরা

টেকনাফ সংবাদদাতা

১৫ জুন, ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় নির্বাচিত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি ট্রেনিং মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা উদ্ভিদ অফিসার এসএম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. জাকেরুল ইসলাম।

 

এ সময় ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ১২শ কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনার ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন