চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাউজানে হত্যা মামলার আসামি তাহের কারাগারে

রাউজান সংবাদদাতা

১৪ জুন, ২০২৩ | ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি আবু তাহের ওরফে কালামনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ বুধবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

 

আবু তাহের রাউজান সদর ইউনিয়নের হরিষখানপাড়ার ইউনুচ কোম্পানী বাড়ির প্রয়াত ইউনুচ কোম্পানির ছেলে।

 

রাউজান থানা সূত্রে জানা যায়, র‌্যাব-৭’র একটি দল তাহেরকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করে।

 

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দেব শীল বলেন, গ্রেপ্তার পরবর্তী মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল তাহেরকে থানায় হস্তান্তর করেন। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। ফিল্মি স্টাইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি আবু তাহের।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন