চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মাটিরাঙ্গায় পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতা

১৩ জুন, ২০২৩ | ১২:২৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দুর্গম এলাকার নারী ও কিশোরীদের মাঝে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ এবং সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ জুন) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে পিটাছড়া চিকিৎসা কেন্দ্র।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. রওশন মোর্শেদ। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পিটাছড়া স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুল রাসেল, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রহমত উল্লাহ।

 

বক্তারা বলেন, প্যাড নিয়ে নারীদের সমস্যার কথা চিন্তা করে পিটাছড়া চিকিৎসা কেন্দ্র ২০২১ সাল থেকে এক বছর ধরে কাজ করে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ডেভেলপ করেছে। এই প্যাডটি বারবার ধুয়ে অন্তত একবছর ব্যবহার করা যাবে। এই প্যাড বছরে শুধুমাত্র ৭৮ বর্গফুট আবর্জনা তৈরি করে যেটি বাজারের অন্যান্য প্যাডের চাইতে ৭৫ শতাংশ কম।

 

অনুষ্ঠানে উপজেলার দুর্গম আটটি গ্রামের বাঙালিসহ ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর ১০০ নারী ও কিশোরীর মাঝে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তুলে দেওয়া হয়।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন