চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ক্যাপশন: ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন ডিসি। পূর্বকোণ

ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ড সংবাদদাতা

১০ জুন, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।

 

আজ শনিবার (১০ জুন) বিকাল ৫টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ দিন এই পার্কে পাঁচ শতাধিক গাছ লাগানো হয়।

 

এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, এনডিসি তৌহিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ সপ্তাহে চট্টগ্রামেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা জেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম জেলায় এ বছরই ২৩ লাখ বৃক্ষরোপণ করব। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে প্রত্যেক উপজেলার সবকটি ইউনিয়নে কমপক্ষে ১০ হাজার করে মোট ২৩ লাখ ৭৯ হাজার গাছ লাগানো হবে। আজ থেকে কার্যক্রম শুরু হলো।

 

এ সময় বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ভেষজ ও নান্দনিক বৃক্ষরোপণ হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য এই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি খাস জায়গা, আশ্রয়ণ কেন্দ্রের খালি জায়গা, নদীর পাড়, সড়কের দু পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠের চারপাশে, পতিত জমি, জনগণের বসতবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

 

এছাড়াও জেলা উপজেলায় বিভিন্ন গাছের নামে চট্টগ্রামের যে সকল স্থান রয়েছে সে স্থানে সেই গাছ লাগানো হবে যাতে ওই স্থানের নামের সার্থকতা ফিরে আসে। যেমন, কদমতলিতে কদম গাছ, বটতলীতে বট গাছ, নিমতলায় নিম গাছ ইত্যাদি রোপন হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন