চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে মিলল ২ কোটি টাকার হেরোইন

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ জুন, ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সপ্তাহের ব্যবধানে আরও ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ি এলাকায় কুষ্টিয়ার মেহেরপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুপার-সনি পরিবহনের একটি বাসে (ঢাকামেট্টো ব ১৫-৫৬১৫) হেরোইন আছে। এমন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোর সাড়ে ৫টার দিকে মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে সীতাকুণ্ডের সোনাইছড়ির লিন্ডা অক্সিজেন লিমিটেডের সামনে চেক পোস্ট বসিয়ে টার্গেট করা বাসটি থামান। পরে এর ভেতরে তল্লাশি চালালে মালিকবিহীন একটি স্কচটেপ মোড়ানো পেকেট পাওয়া যায়। পরে ব্যাগটির ভেতরে সাজিয়ে রাখা ১১টি পলিপ্যাকেটে থাকা ২ কেজি ওজনের হেরোইন খুঁজে পান ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাত হোসেন জানান, তবে আমরা এর মালিককে খুঁজে পাইনি। গাড়িতে ৪০ জন যাত্রী ছিলেন। কেউ এর দায় নেয়নি। তিনি আরো জানান, এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য থানায় পাঠানো হয়েছে। এর আগে ৩ জুন উপজেলার ভাটিয়ারী এলাকায় কুষ্টিয়া থেকে আসা অপর একটি বাস থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করেন তারা।

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম এর এস.আই মঞ্জুরুল হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

 

পূর্বকোণ/সুকান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট