চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ফটিকছড়িতে বাসায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

নাজিরহাট সংবাদদাতা

২৫ মে, ২০২৩ | ১০:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড়ের একটি বাসা থেকে সাদিয়া আকতার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে উৎসব ক্লাবের পাশে শাহা আলম কন্ট্রাকটারের টিনশেড় ভাড়াবাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

 

নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি করেন।

 

জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের পায়রা পাড়া এলাকার বাসিন্দা নুরুচ্ছপার ছেলে গাড়ি চালক মুহাম্মদ আলীর সাথে চারমাস আগে প্রেমের সম্পর্ক করে নিহত সাদিয়াকে বিয়ে করে। মেয়ে পক্ষ এই বিয়ে মেনে নিলেও ছেলে পক্ষ মেনে নেয়নি। ফলে ওই এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়াবাসায় থাকত আলী। প্রতিবেশীরা সন্ধ্যার পর ওই বাসার জানালার পাশে সাদিয়ার ঝুলন্ত লাশ দেখে নিহতের স্বামীকে মুঠোফোনে জানায়। আলী বাসায় এসে বিষয়টি পুলিশকে অবগত করেন। রাত ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

 

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আরিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশ ঝুলন্ত অবস্থায় ছিল, শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে পুলিশ আইনী প্রক্রিয়াই এগুবো।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট