চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

২৫ মে, ২০২৩ | ৮:৩১ অপরাহ্ণ

হাটহাজারী সংবাদদাতা

রাস্তায় বসে সবজি বিক্রি, হাটহাজারীতে ব্যবসায়ী গুনল জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে রাস্তার উপর বসে সবজি বিক্রি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সবজি জব্দ করা হয়েছে। জব্দকৃত সবজি এতিমখানায় প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

 

তিনি জানান, সরকারহাট বাজার দিয়ে প্রতিদিন স্থানীয় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক লোক নিজের প্রয়োজনে চলাচল করে। কিন্তু একশ্রেণির সবজি বিক্রেতা জনচলাচলের রাস্তায় বসে সবজি বিক্রি করে। তাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা শুনেনি। তাই জনদুর্ভোগ লাগবের জন্য জনস্বার্থে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সবজি জব্দ করা হয়েছে। জব্দকৃত সবজি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট