চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ : ৭৯ শতাংশই ফেল

চবি সংবাদদাতা

২৫ মে, ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে ফেলের হার ৭৯ শতাংশ।

বুধবার (২৪ মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

১৫ হাজার ৭৬১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৩১৮ শিক্ষার্থী। সে হিসাবে পাসের হার ২১ দশমিক ০৫ শতাংশ। এতে ফেল করেছে ১২ হাজার ৪৪৩ জন।

এর আগে গত শনিবার ও রবিবার দুই শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটিতে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৯ হাজার ৯৯৯ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৫ হাজার ৭৬১ জন। সেই হিসাবে উপস্থিতির হার ৭৮ দশমিক ৮০ শতাংশ।

সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘যাচাই–বাছাই করে বুধবার রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের ২১.০৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট