সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সমিরকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মে) এই দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
জানা যায়, সোমবার সন্ধ্যায় মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশনের নৌকা প্রতীকের সমর্থনে পথ সভায় মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সমির তার বক্তব্যে বলেন, আগামী ২৫ তারিখ বিএনপি জামাত শিবিরের ভাইয়েরা আপনারা কেউ কেন্দ্রে যাওয়ার দরকার নাই। কারণ আপনাদের কোন প্রার্থী নাই। ওনাদের (বিএনপি, জামাত, শিবির) ভোট হয়ে যাবে। ওনারা গেলেও হবে, না গেলেও হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাধারণ সম্পাদক ও প্রার্থী মাঈন উদ্দিন মিশন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাহেদ সারোয়ার শামীমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বক্তব্যের ভিডিও ক্লিপসহ অভিযোগ তুললে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর রবিউল আলম সমিরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে রবিউল আলম সমিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ