চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

২৩ মে, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ডান হাতে পিস্তল নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। বিকেল সাড়ে ৪টা বাজে মিছিল শেষে উপজেলা গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলে ব্যাগ থেকে পিস্তল বের করা প্রসঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে মারবে আমরা কি চেয়ে থাকবো? এটা কি জন্য নেয়া হয়েছে? বিপদের সময় ব্যবহার করার জন্য এটা (পিস্তল) নেয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা এই পিস্তল নেয়া হয়েছে বলে জানান।

বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট