চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়ির বাটনাতলী ইউপির ৯৮ লাখ টাকার বাজেট অনুমোদন

মানিকছড়ি সংবাদদাতা

২১ মে, ২০২৩ | ১১:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী অর্থবছরে ৯৮ লাখ টাকার বাজেট পেশ শেষে তা অনুমোদন করা হয়।

 

রবিবার (২১ মে) সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মো. আবদুর রহিমের সভাপতিত্বে এবং সচিব মো. মোশাররফ হোসেন মজনুর উপস্থাপনায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

এতে চলতি অর্থবছরের চলমান উন্নয়ন কার্যক্রমের উপর বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হামিদ, হেডম্যান ক্যাচিংউ চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড সদস্য, মো. আবুল কালাম আজাদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল হাসেম ও ৪,৫,৬ নম্বর সংরক্ষিত নারী সদস্য বিলকিস আক্তার।

 

সভায় গত বাজেট সভায় অনুমোদিত ৯৬ লাখ টাকার মধ্যে ১২ হাজার ৭ শত ৬০ টাকা উদ্বৃত্ত দেখিয়ে আগামী অর্থবছরের (২০২৩-২৪) রাজস্ব খাতে ১৩ লাখ এবং উন্নয়ন খাতে ৮৫ লাখ টাকা আয় ধরা হয়। অন্যদিকে রাজস্ব খাতে ১২ লাখ ৮৮ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৮৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে আসন্ন অর্থবছরের বাজেট সভায় ৯৮ লাখ টাকার বাজেট সকলের মতামতে অনুমোদন করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট