চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে বাস-মাইক্রো সংঘর্ষে আহত ২০

হাটহাজারী সংবাদদাতা

১৮ মে, ২০২৩ | ৩:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বালুরটাল এলাকায় বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে চালকসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জাহেদ ( ২৩), শাহিদুল (১৩), পংকজ (৪০), নুর জাহান (৫৫), বাহাদুর (৩৮) নিহা (৬) ও জসিম (৩০)।

 

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। বাসটি হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বালুহাট এলাকায় পৌঁছলে বিপরীতে দিক থেকে একটি যাত্রীবাহী মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়। এছাড়া মাইক্রো চালক গাড়ির ভেতরে আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে আহতাবস্থায় উদ্ধার করে।

 

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুল রহমান বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন