১৬ মে, ২০২৩ | ১১:৪৬ অপরাহ্ণ
ফটিকছড়ি সংবাদদাতা
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পালিত উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা বিষয়ক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.সেলিম রেজা জানিয়েছেন।
তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত এবং ২০১০ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে এ পেশায় রয়েছেন। তিনি উক্ত ইউনিয়েনের ব্রিটিশ বিরোধী সংগ্রামী কবিরাজ প্রভাত চন্দ্র পালিত ও কমলা পালিতের ছোট ছেলে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ