চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঈদগাঁহের শতবর্ষী শিক্ষক মৌলভী আবুল বশর আর নেই

ঈদগাঁও সংবাদদাতা

১১ মে, ২০২৩ | ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের শতবর্ষী প্রবীণ শিক্ষক ও আলেম মৌলভী আবুল বশর আর নেই। আজ বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় তিনি নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য নাতি-নাতনী ও গুণগ্রাহি রেখে যান।

 

মৌলভী আবুল বশর ছিলেন ঐতিহ্যবাহী ঈদগাহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক।

 

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ মাইজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রবীণ শিক্ষক ও আলেমেদ্বীন মৌলভী আবুল বশরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন ঈদগাহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, সম্মিলিত নাগরিক ফোরাম, সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব, ঊষা আর্টস ইনস্টিটিউট, মিডল কক্স ইউনাইটেডসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন