চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে ৩৭ কোটি টাকার আইস জব্দ

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১১ মে, ২০২৩ | ৪:১৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ময়ূরের বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় এসব মাদক উদ্ধার করা হয়।

 

কক্সবাজার ৩৪ বিজিবি অধীনস্থ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল ক্যাম্প ইনচার্জ কমান্ডার মো. বিপুল ইসলামের নেতৃত্বে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় সাত প্যাকেট অর্থাৎ যার ওজন (০৭.৩৯৬) কেজি ক্রিস্টাল ম্যাথ আইচ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিওপি ক্যাম্প (বিজিবি) ইনচার্জ কমান্ডার নায়েক মো. বিপুল ইসলাম।

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবি নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকার ডিএসবি ইটভাটার পশ্চিম পার্শ্বে ময়ূরের বিল এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৭টি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে ৭ কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস মাদক জব্দ করা হয়। জব্দকৃত আইসের আনুমানিক বাজার মূল্য ৩৬ কোটি ৯৮ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন