চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাতের দায়ে লাখ টাকা জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

১০ মে, ২০২৩ | ১১:১০ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত ও ওজন পরিমাপে অনিয়ম করার অভিযোগে কক্সবাজারের ইসলামপুরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের বিসিক শিল্প এলাকার লবণ ফ্যাক্টরিগুলোতে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।

 

তিনি জানান, ওজন পরিমাপে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় সালমা সল্ট ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিল্লাত সল্ট ক্রাশিং মিলকে ৪০ হাজার টাকা এবং রিয়াদ সল্ট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন