চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গা ক্যাম্প উড়িয়ে নেয়ার সম্ভাবনা শতভাগ : আবহাওয়াবিদ মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩ | ১০:২৬ অপরাহ্ণ

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা প্রবল বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

 

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তিনি ফেসবুকে জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর উপর ব্যাপক পরিমাণ বৃষ্টি, বন্যা থেকে শুরু করে পাহাড় ধসের প্রবল ঝুঁকি রয়েছে। স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার। ফলে রোহিঙ্গা ক্যাম্পের ঘরগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ।

 

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ আগামী ১৪ মে সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করার আশংকা করা হচ্ছে। ঘুর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ও পিছনের অংশ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট