চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

লবণ মাঠ থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

১০ মে, ২০২৩ | ৯:১০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের সাবরাং লবণ মাঠে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অন্ধকারের সুযোগে মাদক চোরাচালানীরা পালিয়ে যায়।

 

মঙ্গলবার (৯ মে) রাত ৯টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণ মাঠে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন লোক ২টি পোটলা হাতে নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি জওয়ানরা তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রাণ রক্ষার্থে অন্ধকারের সুযোগে পালিয়ে পশ্চিমের গ্রামে ঢুকে যাওয়ার সময় তাদের হাতে থাকা পোটলা ২টি পড়ে যায়।

 

ঘটনাস্থল তল্লাশি করে পোটলা ২টি উদ্ধার করে ১ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন