চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অবশেষে মহেশখালীর সেই চিংড়ি ঘেরের সরকারি জমি দখলমুক্ত

মহেশখালী সংবাদদাতা

৯ মে, ২০২৩ | ১২:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে ভূমিদস্যুরা গত এক মাস ধরে কুতুবজোম ঘটিভাঙা চ্যানেলে সরকারি প্যারাবনের গাছ কেটে সরকারি জমি জবরদখল করে চিংড়ি ঘের তৈরি করেছে। উপজেলা প্রশাসন ঘেরের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে।

 

সোমবার (৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে ২০ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

 

মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের নির্দেশে বনবিভাগ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ মেম্বার মোহাম্মদ ছিদ্দিক রিমনসহ একদল বনকর্মী এ অভিযানে অংশ নেন। এ সময় প্যারাবন নিধন করে নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করে প্রশাসন।

 

জানা যায়, কুতুবজোম ঘটিভাঙ্গা চ্যানেলে উপজেলা শ্রমিক নেতা জসিম উদ্দিন ও নজরুল ইসলাম পুতু ও কমিশনার আবু তাহেরের নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট প্যারাবনের বৃক্ষনিধন করে খননযন্ত্র স্ক্যাবেটর দিয়ে মাটি কেটে প্যারাবনের ক্ষতিসাধন করে চিংড়ির ঘের তৈরি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হলে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বন বিভাগের লোকজনও অভিযানে অংশ নেন।

 

গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, মূলত বেজার অধিকগ্রহণকৃত জায়গায় ঘের করা হচ্ছিল খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে। তবে বন বিভাগও উচ্ছেদ অভিযানে অংশ নেয়। পরে বাঁধ কেটে দিয়ে চিংড়ি ঘের দখলমুক্ত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট