চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে অবৈধ স্পিরিট উদ্ধার, ৬ ব্যক্তিকে ৮২ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ সংবাদদাতা

৮ মে, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে অনুমোদনহীন স্পিরিট এবং গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রয়ের মাধ্যমে সেবা গ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন করার দায়ে ৬ ব্যক্তিকে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৭ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

 

তিনি বলেন, অভিযানে জননী হার্ডওয়্যারের রিশু দাশকে ৭ হাজার, রাসেল এন্ড ব্রার্দাসের জাহেদুল ইসলামকে ২০ হাজার, জান্নাত হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক্সের মো. হাবিবুর রহমানকে ১৫ হাজার, শাহ আমানত এন্টারপ্রাইজের মো. মহিউদ্দীনকে ১০ হাজার, খাজা ট্রেডার্সের মো. আলমগীরকে ৫ হাজার ও আবুল হাশেম সায়েদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, অভিযানে ৩২৯ লিটার অবৈধ স্পিরিট জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন