চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আইসক্রিমে কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহার করায় জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

৮ মে, ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ

কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৮ মে) বিকেলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া এই অভিযান চালান।

 

তিনি বলেন, শহরের পশ্চিম লারপাড়া এলাকায় দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হয়েছে। এমনকি ক্ষতিকর উপাদান; কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহারের সত্যতা পাওয়া যায়। একই সাথে তারা অনুমোদনহীন লেবেলও ব্যবহার করছে আইসক্রিমে। এসব অভিযোগে মুনতাহা আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার এবং মনির আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করে ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন