চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ

বোয়ালখালী সংবাদদাতা

৬ মে, ২০২৩ | ১১:১৯ অপরাহ্ণ

বোয়ালখালী পৌর সদরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ মে) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

 

তিনি জানান, ব্যবসায়ীদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার বলা হলেও তারা কর্ণপাত না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাজারটির কারণে উপজেলা পরিষদের নতুন ভবন কাম অডিটোরিয়াম নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। উচ্ছেদ করা ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

 

জানা গেছে, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

 

অভিযোগ রয়েছে, পৌর সদরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা এই বাজারের ব্যবসায়ীরা অতিরিক্ত দামে সবজি বিক্রি করতো। বাজারটি ২০ জন ব্যবসায়ীর নিয়ন্ত্রণে ছিল। ফলে সাধারণ ব্যবসায়ীরা বাজারে বসতে পারতেন না। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজটসহ জন চলাচলে ভোগান্তির সৃষ্টি হতো।

 

উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ও বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন