চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

পুকুরে কচুরিপানার ফুল-বৃত্ত, রাস্তায় কৃষ্ণচূড়ার রক্তিমতা

পানছড়ির প্রকৃতিতে কৃষ্ণচূড়া আর কচুরিপানা ফুলের সুন্দরতা

শাহজাহান কবির সাজু, পানছড়ি

৬ মে, ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ

পানছড়িজুড়ে প্রকৃতিতে রূপের বাহার এখন। রাস্তার উপর কৃষ্ণচূড়া গাছগুলো রক্তিমতায় আন্দোলিত করছে মন। আবার পুকুরে কচুরিপানার ফুলও নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীর।

পানছড়িতে প্রকৃতি অপরূপ সাজে সেজে থাকলেও সেই রূপ উপভোগের ফুরসত আগের মতো আর নেই যেন মানুষের। রাস্তার উপর কৃষ্ণচূড়ার লাল পাপড়ি ঝরে পথচারীদের উপভোগের বার্তা জানালেও তা ক’জনার দৃষ্টিতেইবা পড়ছে!

কৃষ্ণচূড়ার রূপমাধুরী ছাড়াও পানছড়ি-খাগড়াছড়ির প্রধান সড়কের পাশে পানছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুকুরে ফুটে আছে কচুরিপানা ফুল। পুরো পুকুরজুড়ে কচুরিপানা ফুলের বৃত্তে নজর পড়লে চোখ জুড়িয়ে যায়। তারপরও দর্শনার্থীর খরা। দেখা মেলে তিন দর্শনার্থীর।

চবির ছাত্র রফিকুল। সে জানায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। বৃত্তাকার কচুরিপানা ফুলগুলো দেখতে আসলেই দৃষ্টিনন্দন। তাই তিন বন্ধু মিলে উপভোগের পাশাপাশি একটু আড্ডা দিচ্ছি। দর্শনার্থী না থাকায় সে নিজেও হতাশার কথা জানালেন। সে আরো জানায়, দর্শনার্থী থাকুক আর না-ই থাকুক, প্রকৃতিকে সাজাতে সময় এলেই ফুলগুলো আপন রঙে সাজিয়ে তুলে পানছড়ির এপার-ওপার।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট