চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪

টেকনাফ সংবাদদাতা

৫ মে, ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মো. শফিসহ (২৪) চারজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ মে) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় শফির কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. শফি। তার সহযোগী নুরুল আমিন (৩২), ওমর ফয়সাল (২০) ও মেহের খাতুন মিন্নি (২৮)।

 

এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীর অবস্থানের খবরে এপিবিএনের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী শফিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ক্যাম্প থেকে একটি ওয়ান শুটার এলজি এক নলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে ক্যাম্পের ত্রাস সালমান শাহ গ্রুপের অন্যতম সদস্য ছিল।

 

তিনি আরও বলেন, শফিকে নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তার দলের লোকজন। এমনকি পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সে সময় তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন