চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

হাটহাজারীতে পুকুর ভরাটের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৫ মে, ২০২৩ | ৬:৩৪ অপরাহ্ণ

হাটহাজারীতে পুকুর ভরাটের অভিযোগে সাবেক প্যানেল চেয়ারম্যানকে ৪০ হাজার টাকা ও পুকুরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৫ মে)  মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম  পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেন।

 

উপজেলা নির্বাহী অফিসার জানান, উক্ত এলাকায় পুকুর ভরাটের বিষয়টি প্রমাণিত হওয়ায় পুকুর মালিক মো. দিদারুল আলমকে পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পুকুর ভরাট কাজের অপরাধে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে হাটহাজারীতে কোন পুকুর বা জলাধার ভরাট করতে দেওয়া হবে না। এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি বলে তিনি জানান।

 

 

পূর্বকোণ/খোরশেদ/রাজীব/পারভেজ

শেয়ার করুন