চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

শিক্ষার সম্প্রসারণে কাজ করছে সেনাবাহিনীর লংগদু জোন

লংগদু সংবাদদাতা

৪ মে, ২০২৩ | ৯:৪০ অপরাহ্ণ

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (০৩ মে) সকালে লংগদু জোনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষা সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে।

 

লংগদু জোনের বারবুনিয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজে লে. কর্নেল হিমেল মিয়া নিজে উপস্থিত থেকে প্রায় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, পেন বক্স, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণের পাশাপাশি এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

 

এছাড়াও স্কুল শিক্ষক, হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন ও শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

 

লংগদু জোন কর্তৃক এ রকম একটি মহৎ উদ্যোগে অঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালি উভয় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন