১ মার্চ, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
টেকনাফ সংবাদদাতা
টেকনাফের শাহ্পরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত মো. রফিক (৪১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহ্পরীরদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রফিক উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার কলিম উল্লার ছেলে।
র্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ