চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নারী সাংবাদিক হেনস্থা: দ্রুত বিচারের দাবিতে রবিবার চবিসাসের কর্মসূচি

চবি সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করবে তারা।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সমিতির সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৯ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারসহ উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করেন। এসময় মারজান আক্তারের মুঠোফোনে ধারণকৃত চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করতে চাপ প্রয়োগ করেন ছাত্রলীগকর্মীরা। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

 

এ ঘটনার বিচার চেয়ে দুই দফা আলটিমেটাম দেয় চবিসাস। এছাড়া হেনস্তার ভিডিও ফুটেজ ইতোমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুস্পষ্ট প্রমাণ থাকার পরও যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দীর্ঘসূত্রতা বিচারহীনতার নামান্তর। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনার বিচারের দাবিতে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চবি সাংবাদিক সমিতি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন