চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, বাছাই সোমবার

বোয়ালখালী সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী রেজাউল করিম, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি ও দলের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানা ও এসএম মিজানুর রহমান।

 

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, গত বছরের ২০ ডিসেম্বর বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে।

এর আগে জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এদিকে উপ-নির্বাচনের ভোটের মাঠে শুরু হয়ে গেছে ভোটের হিসাব নিকাশ। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চমকে দেওয়া প্রবীণ রেজাউল করিমের সাথে নবীন প্রার্থীদের লড়াই কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

 

পূর্বকোণ/পূজন/মামুন/পারভেজ

শেয়ার করুন