১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫২ অপরাহ্ণ
আনোয়ারা সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নে শঙ্খ নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এই সময়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার নিয়ে নদী পথে পালিয়ে গেলেও উত্তোলনের সরঞ্জাম ৩০০ মিটার পাইপ জব্দ করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জুইঁদন্ডী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন।
তিনি বলেন, শঙ্খ নদী থেকে অবৈধভাবে উত্তোলনের দায়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং জড়িতদের নামে মামলা করা হয়। পরে তাদের অর্থদণ্ড করা হবে।
পূর্বকোণ/সুমন/মামুন/পারভেজ