চট্টগ্রাম বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

রবিবার থেকে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল, ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

চলমান তাপপ্রবাহের বিস্তার কিছুটা কমে আগামীকাল রবিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, রবিবার থেকে দুয়েক জায়গায় ভালো বৃষ্টি হবে, এতে দাবদাহের বিস্তার আরও কমবে। ১০/১২ তারিখের দিকে দেশব্যাপী ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তখন তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা আছে।

 

গত কয়েকদিন ধরে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফমারী, মৌলভীবাজার, রাঙামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি হলে স্বস্তি পাবেন এসব এলাকার মানুষ।

 

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট