তাপমাত্রা সোমবার (১৩ জানুয়ারি) আরও খানিকটা বাড়তে পারে। এরপর আগামীকাল মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি কমবে না বলেই আবহাওয়াবিদদের ধারণা।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামী মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি কমবে না। ওই সময় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দেশের কয়েকটি স্থানে তিন দিন ধরে মাঝারি থেকে মৃদু ধরনের যে শৈত্যপ্রবাহ ছিল, তা কমে এসেছে।
গতকাল সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। মাত্র এক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। যাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। পরদিনই অবশ্য তাপমাত্রা বেড়ে যায়।
চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেসাথে মধ্যরাত থেকে ভার পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। এছাড়া, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টা ১৬মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৭টা ৮মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১২টা ৫১মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ৪মিনিটে।
পূর্বকোণ/ইব