গত কয়েকদিন ধরে সারাদেশে শীতের প্রকোপ কিছুটা কমেছে। ২-৩ দিন আগেও ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার (১১ জানুয়ারি) থেকে তা কমে ৬ জেলায় নেমেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাই শীতের প্রকোপ কিছুটা কম থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ হতে পারে উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায়।
শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, গতকালের চেয়ে আজ ও কাল শীত কম থাকতে পারে। এই দুদিন তাপমাত্রার পারদ নিচে নামার সম্ভাবনা নেই। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে থাকবে।
এদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেসাথে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে।
এছাড়া, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর/উত্তর-পূর্ব হতে ঘণ্টায় ১২-১৫ বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজ সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে ভোর ৬টা ২০ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে বেলা ১২টা ৭ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
পূর্বকোণ/ইব