চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নামছে তাপমাত্রা, চলছে শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে দেশজুড়ে বাড়ছে শীত। নেমে যাচ্ছে তাপমাত্রা। শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সাত জেলার তাপমাত্রা দশের মধ্যে এবং দশের নিচের অবস্থান করছে। এর মধ্যে চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আশেপাশের অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় ৯ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ৭, যশোরে ১০, ঈশ্বরদীতে ১০ দশমিক ২, বদলগাছিতে ১০ দশমিক ৩, গোপালগঞ্জে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজ শনিবার দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তাপমাত্রা আর খুব একটা নাও কমতে পারে। তবে আরও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট